আওয়ার ইসলাম: নিজের আপত্তিজনক কার্টুন আঁকায় শার্লি এবদোর বিরুদ্ধে মামলা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বুধবার (২৮ অক্টোবর) এরদোগানের আইনজীবী আঙ্কারা কৌঁসুলি অফিসে এই মামলা দায়ের করেন।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ওই কার্টুন ‘অপরাধমূলক কুৎসা’ এবং এটা ‘বাক স্বাধীনতার অন্তর্গত নয়’ উল্লেখ করে এই মামলা দায়ের করা হয়েছে। ‘প্রেসিডেন্টকে অপমান’ করায় ইতোমধ্যেই শার্লি এবদোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তুরস্কের কৌঁসুলিরা।
এরদোগানের আইনজীবী হুসেই আদিন জানিয়েছেন, এরদোগান তার বিরুদ্ধে ঘৃণ্য কার্টুনের অভিযোগ এনে ম্যাগাজিনটির বিরুদ্ধে মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে ম্যাগাজিন কর্তৃপক্ষ ও কার্টুনিস্টকে।
তুরস্কের ফৌজদারি আইন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্টকে অপমান করা অপরাধ হিসেবে বিবেচিত হয়। এদিকে এরদোগানের এই কার্টুন প্রকাশের পর তুরস্ক ও ফ্রান্সের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
মতপ্রকাশের অধিকার ব্যাখ্যা করতে গিয়ে মহানবী সা. এর কার্টুন দেখিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটি। এ ঘটনায় এরদোয়ান, ম্যাক্রোঁ ও অন্যান্য ইউরোপীয় নেতাদের মধ্যে বাকযুদ্ধের মধ্যেই এ ধরনের ব্যঙ্গচিত্র প্রকাশ করলো শার্লি এবদো।
-এএ