রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ।। ৫ মাঘ ১৪৩১ ।। ১৯ রজব ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ যুদ্ধবিরতির প্রাক্কালে ইসরাইলি হামলা, গাজায় এক পরিবারের ৫ সদস্য নিহত জুলাই ঘোষণাপত্রের বিষয়ে অংশীজনদের মত চেয়েছে সরকার দুদকের নতুন ডিজি আবদুল্লাহ-আল-জাহিদ মোহরানা সহজলভ্য করতে বিনা খরচে ৮ দম্পতির বিয়ে মুফতি কাজী ইব্রাহীমের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন মসজিদে অনুদান দেওয়ার নামে প্রতারণা, ইসলামিক ফাউন্ডেশনের সতর্ক বার্তা সিলেটে জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. বিদায় অনুষ্ঠান সম্পন্ন ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্ত:সংলাপ জরুরি

জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসায় আল্লামা শফী রহ. স্মরণে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

রাজধানী ঢাকার মানিকনগরে জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসায় হেফাজতে ইসলামের আমির, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদের সভাপতিত্বে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. স্মরণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শায়খুল ইসলামের মৃত্যুতে এ দেশ একজন যোগ্য রাহবার হারিয়েছে, এ জাতি একজন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ হারিয়েছে তার ইন্তেকালে ইসলামী জগতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। আল্লামা শফী শুধু বাংলাদেশের মুসলিম সমাজের গর্বই ছিলেন না, এই উপমহাদেশের একজন শীর্ষস্থানীয় আধাত্মিক রাহবার হিসেবে শতবর্ষতেও অধিষ্ঠিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জাফর আহমদ হাফি.। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাদরাসার আসাতাজায়ে কেরাম, এলাকার আলেম উলামা ও দীন দরদি তাওহিদি জনতা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ