আবদুল্লাহ তামিম।।
রাজধানী ঢাকার মানিকনগরে জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসায় হেফাজতে ইসলামের আমির, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদের সভাপতিত্বে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. স্মরণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শায়খুল ইসলামের মৃত্যুতে এ দেশ একজন যোগ্য রাহবার হারিয়েছে, এ জাতি একজন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ হারিয়েছে তার ইন্তেকালে ইসলামী জগতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। আল্লামা শফী শুধু বাংলাদেশের মুসলিম সমাজের গর্বই ছিলেন না, এই উপমহাদেশের একজন শীর্ষস্থানীয় আধাত্মিক রাহবার হিসেবে শতবর্ষতেও অধিষ্ঠিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জাফর আহমদ হাফি.। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাদরাসার আসাতাজায়ে কেরাম, এলাকার আলেম উলামা ও দীন দরদি তাওহিদি জনতা।
-এটি