মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


মাত্র এক হাজার মুসুল্লি নিয়ে মিনায় হজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মিনায় মাত্র এক হাজার মুসুল্লি নিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পালিত হবে পবিত্র হজ।

পবিত্র কাবা শরিফ থেকে সাত কিলোমিটার দূরে মিনায় এ বছর আড়াই লাখ তাঁবু টাঙানো হয়েছে। তবে করোনা মহামারীর কারণে সবার জন্য হজ উন্মুক্ত হজ রাখা হয়নি। শুধু সৌদিতে অবস্থানকারীরাই এ বছর হজের সুযোগ পেয়েছেন।

করোনাভাইরাসের কারণে সবার জন্য উন্মুক্ত হজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দীর্ঘ ৯০ বছরের ইতিহাসে এই প্রথম সৌদি আরবের বাইরের কোনো দেশ হজে অংশ নিতে পারেনি।

এ বছর ১০ হাজার হজযাত্রীর অনুমোদন থাকলেও বুধবার মিনার মাঠে এক হাজার মুসুল্লি শুরু করেন পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

আজ বুধবার সারাদিন তারা এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন এ বছরের হাজীগণ।

আরব নিউজ থেকে মোস্তফা ওয়াদুদের অনুবাদ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ