সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ঔষধ, ভ্যাকসিন ও কোভিড ব্যবসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা.রিফাত আল মাজিদ।।

আমরা অনেকেই জানি যে দেশের ফার্মাসিউটিক্যালরা ঔষধ বিক্রি বৃধি করার চেষ্টা করে লাভ বাড়াতে চায়, তেমনি অন্যান্য দেশেও একটা মজার ফার্মা খেলা আছে।

বিগ ফার্মার ক্ষেত্রে এটা সব চেয়ে বেশি দেখা যায় যখন তারা কোন ঔষধের এমন একটা ট্রায়াল করে, যেটার সমান আরেকটা ট্রায়াল করে ঔষধ যে আসলে অত ভাল না, এটা বোঝানো যায়না। সম্প্রতিকালে এমন দুইটা কেইস দেখা গিয়েছে দুই কোম্পানির।

প্রথম, গিলিয়াডের (Gilead) এর রেমডেসিভির যেটা বাংলাদেশেই প্রথম কমার্সিয়ালি বানানো হয় এবং ১০০+ দেশে লাসেন্সিং এর এপ্লিকেশান করেছে গিলিয়েড। ইবোলার সময় একদমই কাজ করেনু ঔষধটা। কোভিডেও এই পর্যন্ত চীনা একটা ট্রায়ালে তেমন ভাল কাজ দেখায়নি। গিলিয়েডের নিজের ট্রায়াল চলছে।

প্রথমে তারা দেখাতে চেয়েছিল যে এতে মৃত্যুর হার কমে (রেমডেসিভির না দেয়া মানুষের তুলোনায়)। কিন্ত কোন একটা কারনে ট্রায়ালের মাঝামাঝি ঠিক করে যে তারা আরো অনেক বেশি রোগী নিবে ট্রায়ালে, এবং এখন মৃত্যুর হার দেখছেনা তারা, দেখছে কোন রোগী কয়দিন হাসপাতালে থাকে। এভাবে 'primary endpoint' পাল্টানো হলে ট্রায়াল নিয়ে কিছু প্রশ্ন উঠে। এমন হতে পারে আগামি কয়েকমাসে প্রমানিত হবে যে আসলে এটা কাজ করে কি করেনা। কিন্ত যে কাজটা হয়ে গিয়েছে তা হলো, গিলিয়েডের লাভ- স্টক মার্কেটে তাদের শেয়ার একদম আকাশে। ইনকাম অনেকটা হয়েও গিয়েছে।

দ্বীতিয় উদাহরন, মডের্না (Moderna)। এটা একটা ভ্যাকসিন কোম্পানি। এ পর্যন্ত পৃথিবীর যত ভ্যাকসিন আছে সবই ভাইরাস-ব্যাকটেরিয়া বেইসড- মানে জীবানূ থেকেই নিয়ে ভ্যাকসিন তৈরি করা। মোডের্না যেই ভ্যাকসিনটা তৈরি করছে তা ভিন্ন- mRNA ভ্যাকসিন, যেটা ভাইরাস না দিয়ে, ভাইরাসের জীন থেকে বানানো একটা পার্টিক্যাল দিয়ে বানানো।

এ পর্যন্ত পৃথিবীতে এখনো mRNA ভ্যাকসিন তৈরি হয়নি। কয়দিন আগে একটা খবরে দেখানো হলো যে মডের্নার এই ভ্যাকসিন দিয়ে ৮ জনের মধ্যে কোভিডের বিরুদ্ধে এন্টিবডি তৈরি হয়েছে। তেমন বেশি পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়নি। এ নিয়ে তারা Phase II ট্রায়ালের অনুমতিও পেয়ে যায়। স্টক মার্কেটে এর মধ্যে মডের্নার শেয়ারের দাম বাড়তেই থাকে।

লাভের অনেকটা হয়েও গেছে। কিন্ত ৮ জন নয়, পরিক্ষা হয়েছে ৪৫ জনের উপর। সবার রেসাল্ট পাওয়ার আগেই পাবলিস করে ফেললো আর সংবাদ মাধ্যমে ছেড়ে দিল।

এমনভাবে অনেক কিছু নিয়েই গবেষনা ছাড়া হবে, হচ্ছে, ভাল হোক কি খারাপ। কিন্ত এই সময় সব চেয়ে জরুরি যা ছিল- পর্যাপ্ত পরিমান পিপিই ও পর্যাপ্ত পরিমান অক্সিজেন, একটাও প্রায়োরিটি পেলনা। এই মহামারিতেও একটা কোভিড ব্যবসা হয়ে গেল।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ