রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

ঈদুল ফিতরের ফযিলত ও তাৎপর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারেক জামিল ।।

ঈদুল ফিতর মুসলমানদের জীবন এ এক অনন্যতম দিন,এ দিন মুসলমানদের আনন্দ-উৎসব,সাম্য-মেত্রী,প্রেম-ভ্রাতত্বের দিন,এ দিনের অনেক ফযীলত ও তাৎপর্য রয়েছে

ঈদুল ফিতরের অর্থঃঈদ অর্থ হল খুশি আর ফিতর অর্থ সমাপ্তি,সুতরাং ঈদুল ফিতরের অর্থ হল রোজার বিধান সমাপ্তির পর ঈদের আনন্দে উদ্ভাসিত হওয়া,এই আনন্দ সবার মাঝে ভাগাভাগির জন্য ইসলাম ফিৎরার বিধান রেখেছে,যেন বিত্তবানরা দরিদ্রদের সাহায্য করে

ঈদুল ফিতরের সূচনাঃরাসূল (সাঃ) মদীনার ইহুদি,খৃস্টান,পৌত্তলিকদের দুটি জাতীয় উৎসব পালন করতে দেখলেন,রাসূল(সাঃ) জিজ্ঞাসা করলেন এর বিশেষত্ব কি?তারা উত্তর প্রদান করল আমরা জাহেলিয়াত এর যুগে এ দুটি উৎসাহ পালন করতাম তাই এখন ও করি,তারপর রাসূল (সাঃ) বললেন আল্লাহ তায়ালা এর পরিবর্তে এর চেয়ে দুটি উত্তম উৎসব দান করেছেন,তা হল-ঈদুল ফিতার ও ঈদুল আযহা,সুতরাং তোমরা এ দুটি উৎসব পালন কর

ঈদুল ফিতরের ফযীলতঃহযরত আনাস (রাযিঃ) বলেন রাসূল (সাঃ) ইরশাদ করেছেন ঈদের দিন মহান আল্লাহ তায়ালা ফেরেশতাদের মাঝে রোজাদারকে নিয়ে গর্ব করে বলেন,হে ফেরেশতাগণ! আমার কর্তব্যপরায়ণ বান্দার কি বিনিময় হতে পারে? তারা বলেন হে প্রভূ! পূর্ণরুপে পুরস্কার দান করাই তাদের প্রতিদান।আল্লাহ পাক বলেন আমার বান্দারা তাদের অর্পিত দায়িত্ব পালন করেছে।এরপর দোয়া করতে করতে ঈদগাহে গমণ করেছে,আমার মর্যাদা,সম্মান,দয়া,বড়ত্বের কসম আমি তাদের দোয়া কবুল করব ও তাদের গোনাহ সমূহ ক্ষমা করে দিব"

ঈদুল ফিতরের তাৎপর্যঃঈদুল ফিতরের দিন শুভেচ্ছা বিনিময়,পরস্পর আলিংগন ও সহমর্মিতা বিনিময়ে গড়ে উঠে সামাজিক ও মানবিক সুসম্পর্ক,এটা হল ঈদুল ফিতরের সামাজিক তাৎপর্য,অপরদিকে বিশ্বের সকল মুসলমানদ যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে তাই রমজান বেশী বেশী দান করা,যাকাত,ফিৎরা প্রদান এর কথা বলা হয়েছে,এটা হল ঈদুল ফিতরের মানবিক তাৎপর্য পাশাপাশি ধনী-গরীব,সাদা-কালো,শিক্ষিত-অশিক্ষিত এক কাতারে মিলিত হওয়া এটা মানব সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত

কিন্তু পরিতাপ এর বিষয় আজ আমাদের থেকে সেই শিক্ষা উঠে গেছে,আজ পরস্পর হিংসা-বিদ্বেষ, কলহ-বিবাদে গোটা সমাজ বিপর্যয়ের পথে, এমতাবস্থায় ঈদের আসল শিক্ষা জীবন এ বাস্তবায়ন করে এই পৃথিবীটাকে একটি শান্তিময় নীড় এ প্রতিষ্ঠা করতে আমাদের সচেস্ট হতে হবে,তাহলেই আমাদের ঈদ পালন অর্থবহ ও সার্থক হবে।

লেখক-শিক্ষার্থী,জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ