বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬


করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি প্রশংসনীয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া সবধরনের প্রস্ততিতে সন্তষ্টির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। করোনা মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে চিঠি দিয়েছেন মাইক পম্পেও।

সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে পম্পেও’র পাঠানো চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেন পম্পেও এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সহায়তা করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রদূত মিলারকে অবহিত করেন। এই মহামারি মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তৈরি পোশাক শিল্পসহ বাংলাদেশের অন্যান্য খাতে করোনা ভাইরাসের কারণে কী কী প্রভাব পড়েছে সেই সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করেন ড. মোমেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বিষয়ে সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এসময় মার্কিন রাষ্ট্রদূতকে জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাকে ফেরত আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ