মুফতি সাইফুল ইসলাম লাকসামী।।
প্রশ্ন: করোনার এ কঠিন মুহূর্তে আমরা ঘর থেকে বের হতে পারছি না। আমরা পুরুষ ও নারী একসাথে নামাজ পড়ার সময় নিয়ত কীভাবে করবো?
উত্তর, ইমাম শুধু নিজের নামাজের নিয়ত করবে, যদি কোন নারী ইমামের সাথে ফরজ নামাজ পড়তে চায়, তাহলে নারী পুরুষের কাতারের পিছনে দাঁড়াবে। আর ইমাম নারীর ইমামতির নিয়ত করা জরুরি। দেখুন দুররে মুখতার, ১ম খণ্ড। পৃষ্ঠা ৩১২, আলমগীরি ১ম খণ্ড, পৃষ্ঠা ৬৬।
-এটি