মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


হঠাৎ অসুস্থ আল্লামা আব্দুর রব ইউসুফী, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও দেশের শীর্ষ আলেম আল্লামা আব্দুর রব ইউসুফী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, গতকাল একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে বাসা থেকে বের হওয়ার সময় জমিয়তের শীর্ষ এ নেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজধানীর কাকরাইলস্থ ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হয়।

সেখানে আল্লামা আব্দুর রব ইউসূফীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসদের পরামর্শে ইসলামি ব্যাংক হাসপাতাল থেকে সোহরাওয়ার্দী হাসপাতাল নিলে হৃদরোগজনিত সমস্যা ধরা পড়ে।

পরে তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক মাওলানা ইমরানুুল বারী সিরাজী আওয়ার ইসলামকে এসব তথ্য দিয়েছেন।

এদিকে ৯ মার্চ (সোমবার) সমমনা ইসলামি দলসমূহের শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল অসুস্থ আল্লামা আব্দুর রব ইউসুফীকে দেখতে হাসপাতালে যান।

প্রতিনিধি দলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খেলাফত মজলিসের নায়বে আমির মাওলানা শাখাওয়াত হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রতিনিধি দলের সদস্য আল্লামা নূর হোসাইন কাসেমী তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাকে শান্ত্বনা দেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ