নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা পৌর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গোলাম ফারুক (৫০) নামের এক ব্যবসায়ীর হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
প্রথমে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ৬ মার্চ (শুক্রবার) ফজরের সময় এ ঘটনা ঘটে। জানা যায়, আহত গোলাম ফারুক (৫০)-এর বাড়ি পাংশা পৌরসভা পারনায়নপুর গ্রামে।
আহতের ভাতিজা সৈয়দ হাসিব জানান, গত পরশু (শুক্রবার) ভোরে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের কাছাকাছি আসতেই মুখবাধা একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে তাকে বেধড়ক পেটায়। এতে তিনি গুরুতর আহত হন।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই মারধরের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
-এএ