রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১৮ মাঘ ১৪৩১ ।। ৩ শাবান ১৪৪৬


মোদির বাংলাদেশে সফরের প্রতিবাদে সাভারে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে মুসলমানদের নির্যাতন, হত্যা ও মসজিদে আগুন এবং মুজিববর্ষে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুসল্লিরা।

আজ শুক্রবার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় জুমার নামাজ শেষে এ বিক্ষোভ করে তারা।

এ সময় মুসল্লিরা ভারতে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন, হত্যা ও মসিজদে আগুন দেওয়ার প্রতিবাদে নানা শ্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নরেন্দ্র মোদীকে না আনার আহ্বান জানান তারা।

এ প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, দিল্লিতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় জুমার নামাজ শেষে মুসল্লিরা সড়কে অবস্থান নেয়। এ সময় তারা সড়কে ১০ মিনিট অবস্থান শেষে চলে যায়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ