শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বইমেলায় পাঠক চাহিদার শীর্ষে 'পিতামহ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দিন তাসলিম ।।

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে সাব্বির জাদিদের নতুন উপন্যাস ‘পিতামহ’। বইটি বের করেছে ঐতিহ্য। প্রচ্ছদ কাজী যুবাইর মাহমুদ। মেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্যের স্টলে (প্যাভিলিয়ন-১৪)।

নবী মোহাম্মদ সা.- এর দাদা আবদুল মোত্তালিবের জীবন এবং প্রায় দেড় হাজার বছর পূর্বের আরব্য ইতিহাসের ওপর উপজীব্য করে লেখা হয়েছে বইটি। মক্কার কোরাইশ বংশের প্রভাবশালী নেতা আবদুল মোত্তালিবের ওপর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এটি।

পিতামহ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলে পাঠক চাহিদার শীর্ষে উঠে এসেছে। উঠতি বয়সি তরুণ ছাড়াও সব বয়সী পাঠকদের কিনতে দেখা গেছে বইটি। সোশ্যাল মিডিয়ায় বইটি নিয়ে চলছে সরব আলোচনা।  রকমারি ডটকম ছাড়াও অনলাইন বই বিক্রির একাধিক ইকমার্স প্রতিষ্ঠানেও বিক্রির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে বইটি।

সাব্বির জাদিদের জন্ম ও বেড়ে ওঠা কুষ্টিয়ায়। পড়াশোনা করেছেন মাদরাসায়। ইতিমধ্যে কথাসাহিত্যে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। এর আগে তার প্রকাশিত বই- একটি শোক সংবাদ (গল্প), পাপ (উপন্যাস), ভাঙনের দিন (উপন্যাস), জীবনঘড়ি (উপন্যাস)।

Image may contain: 2 people, including Nuruddin Taslim, beard

পাঠকের কাছে 'পিতামহ' ব্যাপক সমাদৃত হওয়ার কারণ জানতে চাইলে লেখক সাব্বির জাদিদ আওয়ার ইসলামকে জানান, নবীজীর দাদার জীবনাশ্রিত উপন্যাস হওয়ায় মাদরাসা ছাত্ররা যেমন ঝুঁকছে বইটিতে, জাহেলি আরবের জীবন চিত্র উঠে আসায় সাধারণও বেশ আগ্রহ দেখাচ্ছেন। ইতিহাসের প্রতি মানুষের আগ্রহ চিরন্তন। তবে নিছক ইতিহাসের বিপরীতে উপন্যাসের আদলে ইতিহাস মানুষকে সবসময় টানে। 'পিতামহে'র পাঠকেরা আবারো তা প্রমাণ করল। পিতামহকে সাদরে বরণ করায় পাঠকদের অসংখ্য ভালবাসা।'

পাঠকের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে বইটি কাঙ্ক্ষিত রেকর্ড ছড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঐতিহ্য প্রকাশনীর কর্মকর্তারা।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ