সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সীরাত সম্মেলন অনুষ্ঠিত ‘শাহবাগের গণজাগরণ মঞ্চ ছিল দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ’ ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে ইসলামী আলোচক আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ প্রকাশিত হচ্ছে আল্লামা মাহমুদুল হাসানের ‘হাসানুল ফতোয়া’ তাড়াইলে মাদক-জুয়া ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আলেমদের সমাবেশ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, দ্রুতই রোডম্যাপ : ড. ইউনূস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পূর্ণাঙ্গ ভাষণ যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শনিবার বাংলাদেশ সফরে এলেন দেওবন্দের উস্তাদ মুফতি ফখরুল ইসলাম এলাহাবাদী আগামীকাল শরীফগঞ্জে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী

কুরআনের সুরে সুরে মানুষকে আলোর পথ দেখান মানসুর সালেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ইউটিউবে আমরা কতো কিছুই তো দেখি, কখনো কি মানসুর সালেমির নাম লিখে সার্চ করেছি? আমরা শুনেছি,কারি আবদুল বাসেতের কুরআনের সুর শুনে অসংখ্য মানুষের মুগ্ধ হবার কথা। কিন্তু কুরআনের আয়াত পাঠ করে সুরে সুরে মানুষকে আল্লাহর দিকে আহবান করেন এবং তার আহবানে অসংখ্য মানুষের হৃদয় বিগলিত হয়-এমন মানুষও এই যুগে আছেন, কখনো খোঁজ নিয়েছি?

মানসুর সালেমি একজন সৌদি দাঈ, আরবের বিশিষ্ট এই আলেম কুরআনের সুরে সুরে মানুষকে আল্লাহর দিকে ডাকেন। আর এজন্য তিনি বেছে ‍নিয়েছেন সুন্দর একটি পদ্ধতি। কিছুটা আমাদের দেশের ওয়াজ মাহফিলের মতো; দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে একক কুরআনের মজলিসের আয়োজন করেন।

হ্যান্ড মাইক বা সীমিত পরিসরের আওয়াজের মাধ্যমে ছোট্ট এই মজলিসকে কুরআন তেলাওয়াতের মিষ্টি সুর দ্বারা মোহাচ্ছন্ন করে তুলেন। একইসঙ্গে ছন্দময়তার তালে তালে উপস্থিত লোকদেরকে আহবান করেন মহান আল্লাহর দিকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জানা গেছে আরব বিশ্বে তার আকাশচুম্বী জনপ্রিয়তার কথা। প্রচার ছাড়াই মানসুর সালেমির মজলিজে মানুষের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। এ পর্যন্ত তার দাওয়াতে প্রভাবিত হয়ে একাধিক মানুষের মুসলমান হওয়ার খবর প্রকাশিত হয়েছে।

সাক্ষাতকারধর্মী তার একটি মজলিস দেখার সৌভাগ্য আমার হয়েছে, সেখানে কয়েকজন যুবক এসে তাদের জীবনের গল্প শোনাচ্ছিল। তারা বলছিল, আগে ঠিকমতো নামাজ পড়তো না, মানসুর সালেমির মজলিস শোনার পরে তারা নামাজের প্রতি আগ্রহী হয়েছে। ইসলামি জীবনযাপনে আধ্যাত্মিক স্বাদ অনুভব করছে।

জেদ্দার মাসআব ইবনে উমাইর মসজিদের সম্মানিত ইমাম শায়খ মানসুর সালেমি ১৯৮৩ সালে সৌদি আরবের সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন। আজীবন তিনি মানুষকে আল্লাহর দিকে আহবান করতে চান।

ইউটিউবে তার অনুষ্ঠান দেখতে চাইলে 

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ