মুুফতি জিয়াউদ্দীন গালিব: অজু করার পর ইনজেকশনের মাধ্যমে খাদ্য জাতীয় কোন বস্তু অথবা ঔষধ যদি শরীরে প্রবেশ করানো হয় অথবা শরীর থেকে রক্ত বের করা হয় তাহলে অজু ভঙ্গ হবে কি?
উত্তরে: বাহির থেকে কোন খাদ্য জাতীয় বস্তু বা ঔষধ ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানোর দ্বারা অজু ভঙ্গ হবে না।ইনজেকশন দেওয়ার কারনে যদি সামান্য পরিমাণ রক্ত বের হয়, যা প্রবাহিত হয়নি ,তাহলেও অজু ভঙ্গ হবে না, তবে যদি ইনজেকশন নেওয়া হয় শরীর থেকে রক্ত বের করার জন্য এবং যদি এ পরিমাণন রক্ত বের করা হয় যা প্রবাহিত হওয়ার সমতুল্য, তাহলে সে ক্ষেত্রে অজু ভেঙ্গে যাবে।
সূত্র: ফতোয়ায়ে আলমগীরী ১/১১ মাকতাবায়ে জাকারিয়া। হাসিয়াতুত তাহতবী ৯৩ পৃষ্ঠা, মাকতাবায়ে আল ইত্তেহাদ।
-এটি