শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


৪ মাসে কুরআন হিফজ করল ৮ বছরের শিশু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র ৪ মাসে পূর্ণ কুরআন মুখস্ত করল পাকিস্তানের আট বছরের শিশু পেশোয়া নামুস। সে তার সহপাঠীর রেকর্ড ভাঙতেই ৪ মাসে কুরআন হিফজ করে।

ডেইলি পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে পেশোয়া নামুসের মা বলেন, পেশোয়া কুরআন হিফজ করার সময় দরজা বন্ধ করে পড়তো। যতক্ষণ তার ছবক মুুখস্ত না হতো সে দরজা খুলতো না, খাবার খেতো না, কারো সাথে কথাও বলত না।

পেশোয়ার মা আরও বলেন, একদিন আমি রাত তিনটার সময় উঠে দেখি পেশোয়া নফল নামাজ পড়ে দোয়া করছে। খুব কাঁদছে। এভাবে দিন রাত মেহনত করে পেশোয়া কুরআন মুখস্ত করে। পেশোয়া বড় দুই বোনও কুরআনের হাফেজা।

সাক্ষাৎকারে পেশোয়া নামুস জানায়, ১৭ জন শিক্ষার্থীর মধ্যে সে সবার আগে পূর্ণ কুরআন হিফজ করে। সে বড় হয়ে জজ হয়ে মানুষের ন্যায় বিচার করবে।

যারা কুরআন হিফজ করছে তাদের উদ্দেশ্য পেশোয়া বলে, তারা যেন কুরআনের আদব করে, সম্মান করে এবং কুরআন শরীফকে তাদের অন্তরে হেফাজত রাখে।

ডেইলি পাকিস্তানকে পেশোয়া নামুসের সাক্ষাৎকার দেখুন- " target="_blank" rel="noopener noreferrer">ভিডিও

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ