বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

বিএড স্কেল পাচ্ছেন মাদরাসার ৩৭৮ শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসার ৩৭৮ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসার এমপিও কমিটি। সোমবার (২৫ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত নতুন গঠিত কমিটির প্রথম সভায় এসব শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় উপস্থিত মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অধিদপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ। প্রথমবারের মতো মাদরাসার জন্য আলাদা এমপিওর সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও অংশ নেন।

জানা গেছে, বরিশাল অঞ্চলের ৫৮ জন, চট্টগ্রামের ৩৩ জন, কুমিল্লার ২৭ জন, খুলনার ৬৩ জন, ময়মনসিংহের ৮২ জন, রাজশাহীর ৫২ জন, রংপুরের ৪১ জন এবং সিলেট অঞ্চলের ২২ জন মাদরাসা শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসার এমপিও কমিটি।

এছাড়া মাদরাসার ৫৫৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসার এমপিও কমিটি। এছাড়া প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে ২৬ জনকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ