মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ১ লাখ, আহতরা ১০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ১ লাখ টাকা এবং আহতদের ১০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন কালে এ ঘোষণা দেন তিনি।

এসময় তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে চারটিসহ মোট পাঁচটি কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা ঘটেছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে। এরপর কারণ জানা যাবে।

কসবায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগি উদ্ধারে কাজ চলছে। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা দেয়ার কথা বলেন জেলা প্রশাসক।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ