শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মালিবাগে আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. স্মরণে মাহফিল বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা জামিয়া শারইয়্যাহ মালিবাগের প্রয়াত মুহাদ্দিস আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. স্মরণে আগামী ১৪ নভম্বের (বৃহস্পতিবার) বাদ আসর মালিবাগ জামিয়ায় ‘আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও প্রকাশনা মাহফিল’ অনুষ্ঠিত হবে। 

আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে সভপতিত্ব করবেন আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য আল্লামা নূর হােছাইন কাসেমী। বিশেষ মেহমান থাকবেন মাওলানা আব্দুর রাহমান হাফিজ্জী।

অনুষ্ঠানে আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ.-এর জীবনভিত্তিক স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব হবে।

উল্লেখ্য, আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. কওমি শিক্ষাধারার আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, ইসলামি অর্থনীতির আধুনিক রূপায়নসহ অনকেগুলো গবেষণাগ্রন্থের লেখক।

আল্লামা আবুল ফাতাহর লেখা দেওবন্দের ইতিহাস ঐতিহ্য ও অবদান কওমি মাদরাসা শিক্ষা সিলেবাসের গুরুত্বপূর্ণ পাঠ্য।

২০১৭ সালের ২০ মে মাসে তিনি ইন্তেকাল করেন।

আরএম/


সম্পর্কিত খবর