বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৭ শাবান ১৪৪৬


ইকামতের সময় নামাজের জন্য মুসল্লিরা কখন দাঁড়াবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

সমস্যা: আমাদের এলাকায় দেখা যায়, মুয়াজ্জিন সাহেব যখনই ইকামত আরম্ভ করেন তখনই মুসল্লিগণ দাঁড়িয়ে যান। চট্টগ্রামে এসে দেখলাম, যখন হাইয়া আলাস সালাত বলেন তখন দাঁড়ান। এখন আমার জানার বিষয় হলো, মুসল্লিগণ কোন সময় দাঁড়াবে? তথা শরিয়ত আমাদেরকে কি নির্দেশ দেয়? - মোঃ আরিফ

সমাধান: প্রশ্নে বর্ণিত সমস্যার সমাধান হচ্ছে, আমাদের ফিকহ-ফতওয়ার কিতাবাদিতে এসেছে, মুয়াজ্জিন ইকামত দেওয়ার সময় যখন হাইয়া আলা সালাত বলবে তখন মুছল্লিগণ দাঁড়িয়ে কাতারবন্দী হবে, তার অর্থ এ নয় যে, তার পূর্বে দাঁড়ানো খেলাফে সুন্নত, বরং তার অর্থ হচ্ছে কাতারে দাঁড়ানোর সময় হাইয়া আলাস সালাত থেকে দেরি না করা। যেমন- তাহতাবীতে তা পরিস্কারভাবে ব্যখ্যা করে দেওয়া হয়েছে। কেননা ইকামতের প্রথম থেকে দাঁড়ানো উত্তম, যাতে জামায়াতের কাতার ঠিক করতে অসুবিধা না হয়।

তথ্যসূত্র: সুনানে আবু দাউদ: ১/৯৭, ফাতহুল বারী: ২/১০০, শরহে বিকায়া: ১/৫৫, হাশিয়ায়ে হালবী: ১৮০

ফতোয়া প্রদান - ফতওয়া বিভাগ-আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ