বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৭ শাবান ১৪৪৬


এবার কুমিল্লায় কাউন্সিলর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার দুই সিটিতে চলমান অভিযানের মধ্যেই এবার হত্যা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত উল্লাহ শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের চর্থা বড় পুকুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাউন্সিলর শিপন কুমিল্লা মহানগরের ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত ) মুহা. সালাহ উদ্দিন বলেন, ওয়ারেন্ট থাকায় কাউন্সিলর শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে বিএনপি নেতা শিপনের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলায় ওয়ারেন্ট নেই- তার পরিবারের সদস্যরা এমনটা দাবি করেছেন বলে জানিয়ছেন মহানগর ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন।

পুলিশ জানিয়েছে, কাউন্সিলর শিপন ২০১৪ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় সংঘর্ষে নিহত বিজিবি সদস্য রিপন হত্যার মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে কুমিল্লা সিটির প্ল্যান পাস নিয়ে জালিয়াতির অভিযোগে দুদকের একটি মামলাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ