সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনে ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

মাওলানা রুমি ও শামস তাবরিজিকে নিয়ে চলচিত্র 'ড্রাঙ্ক অন লাভ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পারস্য কবি মাওলানা জালাল উদ্দীন রুমি ও শামস-ই তাবরিজির জীবনি নিয়ে যৌথভাবে ছবি বানাবে ইরান ও তুরস্ক। ছবির নাম দেওয়া হয়েছে ‘ড্রাঙ্ক অন লাভ’।

ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় ইরানি টিভি সিরিজ ‘দ্যা টেন্থ নাইট’, ‘জিরো ডিগ্রি অরবিট’ ও ‘শাহরজাদ’র পরিচালক হাসান ফাতহি। ‘ড্রাঙ্ক অন লাভ’ ছবির জনসংযোগ টিম এই ঘোষণা দিয়েছে।

চলচ্চিত্রে শামসের ভূমিকায় অভিনয় করবেন পাল্ম ডি’অর বিজয়ী অভিনেতা ইরানের শাহাব হোসেইনি। তিনি ২০১৬ সালে কান চলচ্চিত্র উৎসবে কিংবদন্তি চলচ্চিত্রকার আসগার ফারহাদির ‘দ্যা সেলসম্যানে’ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন।

শিগগিরই চলচ্চিত্র প্রকল্পটিতে ইরান ও তুরস্কের একঝাঁক অভিনেতা যোগ দেবেন। পুরো চলচ্চিত্রটি ধারণ করা হবে মাওলানা রুমির সমাধিস্থল তুর্কি শহর কোনিয়াতে।

যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন ফাতহি ও ফারহাদ তোহিদি। অন্যদিকে প্রযোজক হিসেবে প্রকল্পটিতে যৌথভাবে কাজ করবে ইরানের মেহরান বোরুমান্দ ও তুরস্কের একজন অজ্ঞাত ব্যক্তি।

মাওলানা রুমি (১২০৭-১২৭৩) সিরিয়ায় এক অথবা দুইবার সফর করেন। এরমধ্যে এক সফরে তার পীর শামস তাবরিজির সাথে তিনি সাক্ষাৎ করেন। ১২৪৪ সালের ৩০ নভেম্বর কোনিয়ায় দ্বিতীয় সফরে তিনি শামস দ্বারা গভীর ভাবে প্রভাবিত হোন।

সূত্র: তেহরান টাইমস

আারএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ