মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ওয়াকফ আইনের বিরুদ্ধে দিল্লিতে বিশাল প্রতিবাদ মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের হেফাজতের সমালোচনাকারীদের প্রতি অনুরোধ নারী সংস্কার কমিশন সরকারকে জনসমর্থনহীন করে দেবে: ইসলামী আন্দোলন অবহেলিত ও অনালোচিত ইবাদত ওয়াকফ, আসুন এর প্রতি যত্নবান হই হেফাজতের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়ায়েজিনদের প্রস্তুতি সভা  নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে কায়রোতে ইসরায়েল-হামাস আলোচনা বাজারে নজর বাড়াতে বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

'রাজনৈতিক শক্তির চেয়ে সামাজিক শক্তির আবেদন স্থায়ী ও দূরপ্রসারী'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইসলামিক স্কলার, লেখক ও গবেষক আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন আঞ্চলিক ইমামগণ মিলে জাতীয় ইমামের হাত বাইয়াত নিবেন। এইভাবে গড়ে উঠবে সামাজিক শক্তির নিউক্লিয়াস। এবং সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে কল্যাণধর্মী সমাজ প্রতিষ্ঠার জন্য ইমামের হাতে বাইয়াত নিতে হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাদে মাগরিব চট্টগ্রামের লালখান বাজার মাদরাসা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত্য সেমিনারে তিনি উপরিউক্ত মন্তব্য করেন।

শরীয়াহ্ গ্র্যাজুয়েশন ইনিস্টিটিউটের তত্বাবধানে 'জাতীয় আত্মপরিচয়ের সংকট ও বাংলাদেশে ইসলামের সামাজিক আবেদন' শীর্ষক সেমিনার ইসলামিক রেঁনেসার সৌজন্য অনুষ্ঠিত হয়।

তিনি বলেন মসজিদের ইমাম ও খতিব, মাদরাসার উস্তাদ, দরবেশ, পীর- মাশায়েখ, ইসলামী স্কলার ও সমাজের প্রতিপত্তিশীল ব্যক্তি ও সম্ভাবনাময়ী মেধাবী শিক্ষার্থীদের সংগঠিত করে আঞ্চলিক ইমামের হাতে বাইয়াত নিতে হবে৷ রাজনৈতিক শক্তির চাইতে সামাজিক শক্তির আবেদন স্থায়ী ও দূরপ্রসারী। পৃথিবীর বহুদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পেছনে সামাজিক শক্তি মূল চালিকাস্তম্ভ (PIVOT) রূপে কাজ করেছ।

ড. আ ফ ম খালিদ আরো বলেন সময়ের আবর্তে রাজনৈতিক শক্তির পতন বা পরিবর্তন ঘটে। কিন্তু সামাজিক শক্তি সাময়িক বাধাগ্রস্ত হলেও দিন দিন বেগবান হয়। তুরস্কের কামাল আতাতুর্ক আইন করে সামাজিক শক্তির উৎসগুলো ধ্বংস করতে চেয়েছিল। মাত্র ৫০ বছরের ব্যবধানে তা আপন মহিমায় ফিরে আসতে চলেছে। বলশেভিক বিপ্লব নিয়ন্ত্রিত সেন্ট্রাল এশিয়া তার প্রমাণ।

এতে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক মাওলানা মুফতি হারুন ইযহার চৌধুরী।

মাওলানা মুসলিমের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ও শিক্ষাবিদ অধ্যাপক শাহ্ আলম, রাজনীতিবিদ জনাব আব্দুর রহমান চৌধুরী, সমাজ চিন্তক জনাব গোলাম রব্বানী ইসলামাবাদী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মাহমুদুল হাসান নিজামি, মুফতি শহিদুল হক, কারী আব্দুল হালিম, মাওলানা মুহাম্মদ, মাওলানা শাফায়াত প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ