মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমজমের অতিরিক্ত পানি সরবরাহের অনুরোধ বাংলাদেশের শ্রমিকদের বিক্ষোভের মুখে নবীজিকে কটূক্তিকারী বিধান বাবু আটক ওয়াকফ আইনের বিরুদ্ধে দিল্লিতে বিশাল প্রতিবাদ মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের হেফাজতের সমালোচনাকারীদের প্রতি অনুরোধ নারী সংস্কার কমিশন সরকারকে জনসমর্থনহীন করে দেবে: ইসলামী আন্দোলন অবহেলিত ও অনালোচিত ইবাদত ওয়াকফ, আসুন এর প্রতি যত্নবান হই হেফাজতের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়ায়েজিনদের প্রস্তুতি সভা  নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে কায়রোতে ইসরায়েল-হামাস আলোচনা বাজারে নজর বাড়াতে বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে হাইয়াতুল উলইয়া বৈঠক বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন ও নেসাবে তালিমকে (পাঠ্যক্রম) মানসম্মত করার এজেন্ডা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ’।

আগামী ২৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় ঢাকার মতিঝিলে হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে সংস্থাটির ৩২ সদস্যের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইয়াতুল উলইয়া সূত্রে জানা যায়, কওমি মাদরাসার সর্বোচ্চ এ অথরিটি দাওরায়ে হাদীসের (তাকমিল) কেন্দ্রীয় পরীক্ষায় ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা নিয়ে একটি ‘পরীক্ষা প্রবিধি’ গঠন করেছে। অনুষ্ঠিতব্য বৈঠকে হাইয়াতুল উলইয়ার সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ওই বিধি মঞ্জুরি পাবে।

এছাড়াও নেসাবে তালিম নেসাবে তালিমকে (পাঠ্যক্রম) মানসম্মত করতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত নতুন পাঠ্যক্রম নিয়েও আলোচনা হবে বৈঠকে।

প্রসঙ্গত, কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও মানসম্মত প্রণয়ন করতে কয়েকটি সাব কমিটি গঠন করেছে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ। এরই মধ্যে কমিটিগুলো তাদের কাজ শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত সম্ভাব্য ১৬ বছরের নেসাবে তালিম প্রণয়নের জন্য কাজ করছে সংস্থাটি।

আরএম/

 

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ