সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' করার আশ্বাস দিলেন মোদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করে 'বাংলা' রাখার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে রাজধানী নয়া দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ ভাল হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা। এবার বৈঠকে তারা কাশ্মীর সংকট, আসামের এনআরসিসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

বৈঠক শেষে মমতা বলেন, রাজ্যের নাম পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছি। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কিছু করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি বলেছি, 'বাংলা' নামকে সামনে রেখে যদি তারা কোনো প্রস্তাব দেন, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই।

মোদীকে বাংলায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দুর্গাপূজার পর মোদীকে পশ্চিমবঙ্গে এসে একটি বৈঠক করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। কেননা এখানে দেশের দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক পাওয়া গেছে। আমি বলেছি, পূজা শেষ হলে আপনি আসুন, ভাল করে উদ্বোধন করা হবে। তাছাড়া রাজ্যের বিভিন্ন অর্থনৈতিক উন্নতি নিয়েও আমাদের কথা হয়েছে।

এর আগে পার্লামেন্টের আসন্ন বাজেট অধিবেশনে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাজ্যের তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। যদিও এতে এখন পর্যন্ত কেন্দ্র সরকার থেকে কোনো ধরনের সম্মতি দেয়া হয়নি।

যার প্রেক্ষিতে রাজ্যে সিবিআই তদন্তের কারণে কেন্দ্রের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়ান মুখ্যমন্ত্রী মমতা। এসব বিষয়ে তিনি বলেন, 'সব ধরনের রাজনৈতিক মতভেদ দূরে রেখে কেন্দ্র ও রাজ্যের উচিত একসঙ্গে কাজ করা। কেননা এটাই আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা।'

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ