সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

গাজার বেশির ভাগ মসজিদ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ফিলিস্তিনের গাজায় ৫১ দিনের মধ্যে কমপক্ষে ৭৩৪টি মসজিদ ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। ২০৫টির মত মসজিদ আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে তারা।

মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, পিসিডিসি (ফিলিস্তিনের অর্থনৈতিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন) গঠিত একটি কমিটি অনুযায়ী গাজায় ইসরায়েলের হামলায় অফিস আদালত ও মসজিদের যে ক্ষতি হয়েছে, তাতে আনুমানিক ৪০.৪ মিলিয়ন ডলারের মত ক্ষতি হয়েছে।

পিইসিডিসি কমিটি জানিয়েছে, শুধু মসজিদ নয়, গাজার দুটি গীর্জাও ধ্বংস করেছে তারা। যেসব মসজিদ ধ্বংস হয়েছে তা গাজার মোট মসজিদের ৭৬ ভাগ থেকেও বেশি হবে।

ধ্বংসপ্রাপ্ত মসজিদের মধ্যে, জাবালায় অবস্থিত একটি বিখ্যাত মসজিদ আল-ওমরি মসজিদও ধ্বংস করে দিয়েছে।

আমর ইবনে আস এর শাসনামলের প্রায় ১৩ শ বছরের পূর্বে নির্মিত আরেকটি মসজিদটিও ধ্বংস করা হয়েছে। সেই মসজিদটির নাম ছিল মানারাত আল-জাহের।

আল-ওমারি মসজিদটিও সম্প্রতি ২০০৮ ও ২০০৯ সালে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছিল, পরে এটি সংস্কার করা হলেও এ বছর আবারো  ইসরায়েলের বিমান হামলায় এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

কমিটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী এ বছর তুলনামূলক সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। তিনগুণ বেশি চালিয়ে মসজিদগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।

আরো জানা যায়, সম্প্রতি একটি প্রাচীন মসজিদকে নাইট ক্লাবে পরিণত করেছে ইসরায়েল।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ