রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

ফতোয়ায়ে আলমগিরী: ২৬ জন আলেমের ৮ বছরের সাধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন । । 

মুসলিম বিশ্বে ফিকাহ শাস্ত্রের বেশ কয়েকটি প্রামাণিক গ্রন্থের প্রচলন ছিল। কিন্তু হানাফী মাজহাবের এমন কোন সহজবোধ্য ও একক মৌলিক গ্রন্থ ছিলনা, যে কিতাব থেকে একজন সাধারণ মুসলমান অনায়াসে কোন মুফ্‌তাবিহী (যার উপর ফতোয়া দেওয়া হয় এমন) মাসয়ালা সম্পর্কে অবগত হতে পারে এবং শরিয়াতের বিধিবিধানের সম্যক জ্ঞান লাভে সমর্থ হয়।

তৎকালীন ভারতবর্ষের মোগল সম্রাট আবু মুজাফ্‌ফর মহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব আলমগীকে (( ৩ নভেম্বর ১৬১৮ – ৩ মার্চ ১৭০৭) এ  ব্যাপারটি চিন্তিত করে তুললো। তিনি ভাবলেন, কিভাবে এই সমস্যা দূর করা যায় এবং হানাফী মাজহাবের সকল অনুসারীগণ কোন পন্থায় ওই সমস্ত মায়ালার উপর আমল করতে পারে, যা হানাফী মাযহাবের আলেমরা অবশ্য পালনীয় মনে করে থাকেন।

এরই ফলশ্রুতিতে সম্রাট আওরঙ্গজেব রাজধানী দিল্লী ছাড়াও সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে ফিকাহ শাস্ত্রে পারদর্শী ২৬ জন আলেমকে একত্র করলেন। তিনি তাদের এই মর্মে নির্দেশ প্রদান করলেন, যেন বিভিন্ন কিতাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা হানাফী মাজহাবের সমস্ত মাসয়ালাগুলো সংকলন করেন।

তার নির্দেশ ছিল, এমন একটা প্রামাণিক ও পূর্ণতর গ্রন্থ প্রণয়ন করা. যাতে অত্যন্ত তাহকীক ও বিচার-বিশ্লেষণ সহকারে সমস্ত মাসয়ালা সন্নিবেশিত থাকবে । ফলে বিচারক ও মুফতি এবং অন্যান্য সকল মুসলমানকে ফিকাহশাস্ত্রের বহু সংখ্যক কিতাবের পাতা উল্টাতে না হয় । আর কিতাবটি থেকে সবাই উপকার হাসিল করতে পারে।

শায়েখ নিজামুদ্দীন বালখীর নেতৃত্বে নির্বাচিত আলেমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্রাটের নির্দেশ যথাযথভাবে পালন করলেন এবং দীর্ঘ ৮ বছরের সাধনায় একটি চমৎকার কিতাব সংকলন করলেন। সম্রাট আওরঙ্গজেবের ডাকনাম 'আলমগির'এর সঙ্গে মিল রেখে কিতাবের নাম দিলেন 'ফতোয়ায়ে আলমগিরী'। যে কিতাব থেকে হানাফী মাজহাবের অনুসারীরা কী পরিমাণ উপকৃত হচ্ছে তা বলার অপেক্ষাই রাখেনা।

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ