রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

আসুন, মৃত এ সুন্নতটি পালনে প্রতিজ্ঞাবদ্ধ হই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশিদ আহমদ কাসেমী
অথিতি লেখক

বন্ধুত্ব-ভ্রাতৃত্ব ও মুহাব্বত-ভালবাসা তৈরির অন্যতম মাধ্যম পরস্পর সালাম বিনিময়৷ কিন্তু দুখঃজনক হলেও সত্য বর্তমানে সালামের সুন্নত প্রায় মৃত। সালাম আমাদের মাঝে নেই বললেই চলে, যতটুকু আছে তা পরিচিতদের মধ্যেই সীমাবদ্ধ।

আজকের ঘটনা, দারুল-মুতালাআ (গবেষণাগার) থেকে বের হয়ে কামরায় (বেডরুম) যাচ্ছি, পথিমধ্যে চতুর্থ ও পঞ্চম তলার সিঁড়ির মধ্যখানে একজন অপরিচিত ছাত্র দেখে সালাম দিলাম। সে আমার সালাম শুনে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি কোনো অন্যায় করে ফেলেছি! তার চেহারায় স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল আমাকে কেন সালাম দিলেন? আমি তো অপরিচিত!

অথচ সহিহ বুখারির কিতাবুল ঈমানের শুরুর দিকে ১২ নং হাদিসে এসেছে,

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ. قَالَ ‏ تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ

অর্থ হজরত আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামে কোন জিনিসটি উত্তম? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও পরিচিত-অপরিত সবাইকে সালাম দেবে৷ -সহিহ বুখারি: ১২

একটু লক্ষ্য করুন, এ হাদিসটিতে মানুষকে খাবার খাওয়ানো ও পরিচিত-অপরিত সকলকে সালাম দেয়া ইসলামে সব থেকে উত্তম কাজ বলে উল্লেখ করা হয়েছে, অথচ, আমরা আজকে এ গুরুত্বপূর্ণ সুন্নাত থেকে গাফেল!

খুব আফসোসের কথা হল, বর্তমানে মাদরাসা ও জামিয়াগুলোর পরিবেশেও সালাম অনেক গুণে কমে গেছে৷ তাই সালামের মতো গুরুত্বপূর্ণ সুন্নাতটির প্রচার ও প্রসারের জন্য আমাদের সবার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। অঙ্গিকার করতে হবে আজ থেকে পরিচিত-অপরিচিত কোনো মুসলমান ভাইকে দেখা মাত্রই সালাম দেব৷ আমি এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ইনশাআল্লাহ!

প্রত্যেক কাজের একটা নিয়ম-শৃংখলা আছে৷ সালাম বিনিময়ের নিয়ম সম্পর্কে বুখারি শরিফে এসেছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الْكَبِيرِ، وَالْمَارُّ عَلَى الْقَاعِدِ، وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ ‏

অর্থ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ছোট বড়কে, পদচারী উপবিষ্টকে এবং অল্প সংখ্যক অধিক সংখ্যককে সালাম দেবে। -সহিহ বুখারি: ৬২৩১

তবে পরিস্থিতি বুঝে এর বিপরিতও করতে হয় কখনো কখনো। যেমন অন্য হাদিসে এসেছে, রাসুল সা. ছোট ছোট বাচ্চাদেরও সালাম দিতেন৷ আল্লাহ তায়ালা আমাদেরকে বেশি বেশি সালাম প্রচার-প্রসার করার তাওফিক দান করুন৷ আমিন৷

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ