শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৫ মাঘ ১৪৩১ ।। ৯ শাবান ১৪৪৬

শিরোনাম :
খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নযোগ্য মনে করেন ৪৭ শতাংশ ইসরায়েলি সমন্বয়কদের নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোটার দিবস উদযাপন করবে ইসি তীব্র বাতাস ও প্রবল বৃষ্টিতে গাজায় বড় ভোগান্তি রংপুরে তুলার কারখানায় আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাল্টা তলব ভারতের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি টানা ৬০ দিন, জামাতে নামাজ পড়ে ২০ কিশোরের পুরস্কার লাভ আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জুলাই গণ-অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয়: মুফতি ফয়জুল করীম

গণপূর্ত অধিদফতরের নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে গণপূর্ত অধিদফতরের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে মাহমুদুল হাসান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এক শ্রমিক আহত হয়েছেন। নিহত মাহমুদুল সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের আব্দুল বারিক মুন্সীর ছেলে। আহত শহীদুল কামারখন্দ উপজেলার বিয়ারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বুধবার (২২ মে) বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর ২টার দিকে সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নে নির্মাণাধীন সিরাজগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভবনে ইটের গাঁথুনি দেয়ার সময় বাঁশের মাচা ভেঙে পড়ে যান ওই দুই শ্রমিক।

প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল এর প্রকল্প প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকল্পের মূল ভবনের দ্বিতীয় তলার ইটের গাঁথুনির কাজ চলছিল। বাঁশের মাচায় দাঁড়িয়ে শ্রমিকরা দেয়ালের গাঁথুনি দিচ্ছিলেন। এসময় হঠাৎ করে মাচা ভেঙে ওই দুই শ্রমিক নিচে পড়ে যান।

তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ বিকেলের দিকে মাহমুদুলের মৃত্যু হয়। আহত অপর শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, দুর্ঘটনার খবর থানায় জানানো হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ