শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৫ মাঘ ১৪৩১ ।। ৯ শাবান ১৪৪৬

শিরোনাম :
আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জুলাই গণ-অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয়: মুফতি ফয়জুল করীম ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল শেখ হাসিনা দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন: প্রধান উপদেষ্টা বাকৃবির বঙ্গবন্ধু হলের নাম ‘মাওলানা ভাসানী’ রাখলেন শিক্ষার্থীরা ‘পরাধীনতার কারণেই বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে’ ‘ফ্যাসিবাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না’ হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কমিটি গঠন নারায়ণগঞ্জ জেলায় এডুকেশন গাইডলাইন মজলিস অনুষ্ঠিত  সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে: নেতানিয়াহু

'পীর সাহেব চরমোনাই’র মানুষের মুক্তির জন্য রাজনীতি করেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেছেন, বাংলাদেশে শতকরা নব্বই শতাংশ মুসলমান বাস করে, তারপরও এ দেশে আজ মুসলিমরা সর্বত্র নির্যাতন নিপীড়নের স্বীকার। অল্প সংখ্যক মানুষের কাছে আমরা আজ জিম্মি। যার মূল কারণ বিভাজন। আমি আহ্বান করবো আসুন নিজস্ব প্লাটফরম থেকে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে ঐক্যবদ্ধ হই।

গতকাল (২০ মে) সোমবার ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণজেলার ব্যবস্থাপনায় বাঁশখালী পৌর সদরের জলদী কুটুমবাড়ীতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জান্নাতুল ইসলাম বলেন, পীর সাহেব চরমোনাই এমন একজন ব্যক্তি যিনি দুনিয়ার কোন ক্ষমতার জন্য রাজনীতি করেন না। এদেশের মানুষের মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভই পীর সাহেব চরমোনাই'র রাজনীতির উদ্দেশ্য। কাজেই আসুন, আমরা পীর সাহেব চরমোনাই'র নেতৃত্বে এই দেশে আল্লাহ রাজত্ব কায়েমে ঝাঁপিয়ে পড়ি।

সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দীনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. বেলাল নুর আজিজী, জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, মুহাদ্দিস আল্লামা মুজিবুর রহমান, মাওলানা নুরুল আলম তালুকদার, মাওলানা গিয়াস উদ্দীন আল মাহমুদ, মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী।

মাওলানা আলমগীর ইসলামাবাদী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা মুহাম্মদ নছিম, মাওলানা জসিম উদ্দীন মিসবাহ, মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা মোবারক হোসাইন আসিফ, মাওলানা মোজাম্মিলুল হক, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা ওসমান গণি, মাওলানা হাছান মুরাদ, মাওলানা জাফর ইকবাল, মাওলানা আজিজুল হাছান, মাস্টার নুর আহমদ ছিদ্দিকী, আমান উল্লাহ হাছান, মাওলানা আরশদ ইলিয়াছ, মাওলানা ইদ্রিছ, ছাত্রনেতা আবদুল্লাহ মেশকাত, জাহাঙ্গীর আলম, আব্বাস উদ্দীন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ