শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৪ মাঘ ১৪৩১ ।। ৮ শাবান ১৪৪৬

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয়: মুফতি ফয়জুল করীম ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল শেখ হাসিনা দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন: প্রধান উপদেষ্টা বাকৃবির বঙ্গবন্ধু হলের নাম ‘মাওলানা ভাসানী’ রাখলেন শিক্ষার্থীরা ‘পরাধীনতার কারণেই বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে’ ‘ফ্যাসিবাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না’ হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কমিটি গঠন নারায়ণগঞ্জ জেলায় এডুকেশন গাইডলাইন মজলিস অনুষ্ঠিত  সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে: নেতানিয়াহু ‘কাশ্মীরের জন্য ১০টি যুদ্ধের প্রয়োজন হলেও করতে প্রস্তুত পাকিস্তান’

হেলমেট না পরায় জরিমানা করা হল প্রধানমন্ত্রীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে জরিমানা করা হয়। খবর স্থানীয় সংবাদমাধ্যম খেমার টাইমসের।

গত ১৮ জুন মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরায় তাকে জরিমানা করা হয় বলে জানায় স্রে অ্যাম্বেল জেলার পুলিশ।

গত বুধবার ট্রাফিক আইনের লঙ্ঘন করে হুন সেন হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ কারণে কোহ কং প্রদেশের পুলিশ তাঁকে ১৩০ বাথ জরিমানা করে।

তাকে জরিমানার অর্থ রাজধানী নম পেনে গিয়ে পরিশোধের জন্য অনুরোধ করেন পুলিশ কর্মকর্তা সুন নেম। পরে এই ভুলের জন্য তিনি জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন। মাত্র ২৫০ মিটার রাস্তা হেলমেট ছাড়া গিয়েছিলেন হুন সেন।

হুন সেন তাঁর ফেসবুক পেজে জানান, কম্বোডিয়ার সংসদীয় আইন অনুযায়ী মোটরসাইকেলের নম্বর প্লেট না থাকা বা হেলমেট ছাড়া বাইক চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। রাজনীতিকই হোন বা প্রধানমন্ত্রী, আইন সবার জন্যই সমান।

হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালানোয় তিনি যেমন দোষী তেমনি মোটরসাইকেলের নম্বর প্লেট না থাকায় এর মালিকও সমানভাবে দোষী।

তিনি নিজেই গিয়ে শুধু তাঁর জরিমানার অর্থ নয়, মোটরসাইকেলের মালিকের সমপরিমাণ জরিমানাও পরিশোধ করবেন। প্রধানমন্ত্রীর মতো ক্ষমতাশালী ব্যক্তির ক্ষেত্রেও কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ না করায় কোহ কং রাজ্য পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন হুন সেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ