সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনের ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

স্পেনে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্পেনের রাজধানী মাদ্রিদে ঢাকা এসোসিয়েশন স্পেন কর্তৃক 'তাফসিরুল কুরআন মাহফিল ও রমজানের তাৎপর্য ও আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ এপ্রিল (সোমবার) লাভাপিসের বায়তুল মোকারম জামে মসজিদে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১টা পর্যন্ত এ তাফসীর মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকারম বাংলাদেশ জামে মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও বায়তুল মোকারম বাংলাদেশ মসজিদের ইমাম ও খতীব মাওলানা শেখ মোহাম্মদ হাসান এর পরিচালনায় আলোচনার শুরুতে সালাম পত্রিকার সম্পাদক আব্দুস সালামের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কানাডার টরোন্টো জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসলাম উদ্দিন আল আজহারী।

মাওলানা আসলাম উদ্দিন আল আজহারী বলেন, রমজান মাস হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ককে নিবিড় করার মাস। সিয়াম, তারাবিহ, সেহরি ও ইফতার সহ প্রত্যকটি আমল আল্লাহর সাথে সম্পর্ক গড়ার এক একটি মাধ্যম। এগুলো দ্বারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা হয়। আল্লাহর সাথে যত বেশি সম্পর্ক হবে তাক্বওয়া তথ বেশি অর্জিত হবে। সুতরাং পুরা রমজান মাসব্যপি এই আমলগুলার মাধ্যমে তাক্বওয়ার চর্চা করতে হবে। আর এটিই হচ্ছে রমজানের শিক্ষা।

অনুষ্ঠানে বক্তারা আমাদের জীবনে রমজানের তাৎপর্য তুলে ধরে পবীত্র রমজানে নেক আমলের বিভিন্ন পন্থার বিষয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় মাদ্রিদের বসবাসরত ধর্মপ্রাণ প্রবাসী মুসাল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিলে ইসলামিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ