শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৪ মাঘ ১৪৩১ ।। ৮ শাবান ১৪৪৬


ঘূর্ণিঝড় ফণীর কারণে বসছে না পদ্মা সেতুর স্প্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা সেতুর ২০ ও ২১ নম্বর পিয়ারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি শুক্রবার বসানো হচ্ছে না। ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশে আঘাত হানতে পারে এই আশঙ্কায় স্প্যান বসানোর সিদ্ধান্ত বাতিল করা হয়।

পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্প্যানটি ভাসমান ক্রেনে করে মাঝনদীতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর কারণে এটা স্থগিত করা হয়েছে।

পদ্মাসেতুর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (৫ মে) ১২তম স্প্যান ‘৫-এফ’ বসানোর সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমানে স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে রয়েছে।

এর আগে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছিল ২৩ এপ্রিল (মঙ্গলবার)। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিয়ারের ওপর বসানো হয় এই স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হয় ১ হাজার ৬৫০ মিটার।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ