শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৪ মাঘ ১৪৩১ ।। ৮ শাবান ১৪৪৬


জামায়াতের শাহজাহান চৌধুরী ফের পুলিশ হেফাজতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে চন্দনপুরা দারুল উলুম মাদরাসা থেকে তাকে হেফাজতে নেয় কোতোয়ালী থানা পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘শাহজাহান চৌধুরীকে কয়েকজন সঙ্গীসহ পুলিশ হেফাজতে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এর আগে গত বছরের ৩ আগস্ট খুলশি থানার মুরগির ফার্ম থেকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

এদিকে, গত শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জামায়াতের বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে দলের আত্মপ্রকাশ ঘটেছে। জামায়াতে কোণঠাসা হয়ে পড়া শাহজাহান চৌধুরীও এই দল গঠনের উদ্যোগের নেপথ্যে রয়েছেন বলে আলোচনা আছে।

এমএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ