শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৩ মাঘ ১৪৩১ ।। ৮ শাবান ১৪৪৬


চাঁদপুরে বাসের ধাক্কায় ৫ অটোযাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের শাহরাস্তিতে বাসের ধাক্কায় আটোরিকশার ৫ আরোহী নিহত হয়েছে । এতে আটোরিকশা চালক গুরুতর আহত হয়েছে। তাতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০ টার সময় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কালিয়াপাড়া হয়ে যাচ্ছিল। পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির কাকড়তলা এলাকায় বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নেওয়া হয়।

পথেরমাঝেই একজন মারা যায়। আর একজনের অবস্থায় গুরুতর। দুর্ঘটনার পর ঐ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ