রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

মসজিদের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে তরুণ খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জে মসজিদের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে মিজানুর রহমান (১৯) নামে এক তরুণ খুন হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের পূর্ব সদরঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান মিজান সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মৃত রহিম মিয়ার ছেলে। তিনি ওই এলাকার বালু-পাথর ব্যবসায়ী ছিলেন।

নিহতের বড়ভাই জুনায়েদ আহমদ জানান, সদর উপজেলার সদরগড় গ্রামের মসজিদের নামে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও বালু-পাথরবাহী স্টিলবডি নৌকা থেকে টাকা তোলেন মিজানুর। এর পর বাড়ি ফিরে তার অপর দুই সহযোগী রেজাউল ও আবদুর রহমানকে নিয়ে সকাল ৭টার দিকে ফের বের হয়ে পাশের গ্রাম অক্ষয়নগরের খালের মুখে যান।

এ সময় সেখানে নুরুজ্জামান ওরফে নইদ্যার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মসজিদের টাকা তুলতে বাধা দেয়। পরবর্তী এ নিয়ে ক্ষুব্ধ হয়ে নুরুজ্জামান নইদ্যাসহ তার অপর সহযোগীরা মিজানুরকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে খালের মুখেই ফেলে রেখে যায়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, সুরতহাল রিপোর্ট তৈরির পর মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আসামি গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে।

আরএম/

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ