বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ ।। ৯ মাঘ ১৪৩১ ।। ২৩ রজব ১৪৪৬


চলতি বছরে দেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেয়া সম্ভব: আবুল কালাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, ২০৪০ সালের মধ্যে দেশেই ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। সে লক্ষ্যেই কাজ করছে বিদ্যুৎ বিভাগ। এ পরিকল্পনার অংশ হিসেবে আশুগঞ্জে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ফলে দেশের চাহিদার চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদন হবে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমাদের ২১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা আছে। তবে আমরা বর্তমানে উৎপাদন করছি ১২ হাজার মেগাওয়াট। বর্তমানে দেশের ৯৫ ভাগ উপজেলায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেয়া সম্ভব হবে।

সে সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের চেয়ারম্যান খালেদ মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম সাজ্জাদুর রহমান, বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পিএন্ডপি) ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস, নির্বাহী পরিচালক (কারিগরি) একেএম ইয়াকুরসহ বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ