সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

শিশুদের জন্য ‘কুরআনি গল্পগুচ্ছ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাইহান খাইরুল্লাহ : শিশুদের মন অতি পবিত্র। নিষ্পাপ ও সুন্দর। আর সেই নিষ্পাপ ও সরল মনে আজকাল স্পাইডারম্যান, ব্যাটম্যান, আয়রনম্যানসহ যত সব সুপারম্যান আছে, তাদের সুপার পাওয়ারের গল্প পড়ে গড়ে ওঠে—মিথ্যের কাচমহল! সত্য ও বাস্তবতার পদভারে যে কাচমহলটি চূর্ণবিচূর্ণ হয় কিছুদিন পরেই।

অতিমানবদের কাছ থেকে আক্রান্ত শহরকে বাঁচানোর, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার যে শিক্ষা তারা নেয়, অচিরেই সেটা অলীক কল্পনা ও অসম্ভব বলে মনে হয়। তার কারণ, শৈশবের গণ্ডি পেরুনোর আগেই তারা জেনে যায়, মানুষের যেমন কোনো সুপার পাওয়ার নেই, তেমনি এই সব সুপারম্যানও শুধুই মিথ্যে কল্পনা!

আসলেই কি তাই? আসলে তো তা নয়। পৃথিবীতে স্পাইডারম্যান-ব্যাটম্যান কখনো ছিল না সত্য, কিন্তু তাই বলে কোনো সুপারম্যান ছিলেন না তা কিন্তু নয়। বরং আল্লাহর রহমতে মানুষ চাইলেই পারে সুপারম্যান হতে। বিষয়টা অবাস্তব ও অসম্ভব নয়।

মহান আল্লাহ যুগে যুগে পাঠিয়েছেন নবী-রাসুল ও আলেম-উলামা। তাদেরকে দিয়েছেন ‘ঈমানের শক্তি’ নামক সুপার পাওয়ার। দিয়েছেন দাওয়াতের মনোবল। এর মাধ্যমে তাঁরা সংশোধন করতেন জগতের যাবতীয় অন্যায়। তাঁদের কাছ থেকে প্রকাশিত ‘মুজিযা’ ও ‘কারামত’-এর মতো অলৌকিক ঘটনায় বিস্মিত হতো পৃথিবী!

আমরা কি চাইব না, আমাদের সন্তানরাও ভবিষ্যতে হয়ে উঠুক সুপার পাওয়ার-প্রাপ্তদের একজন। আমরা কি চাইব না, আমাদের শিশুদের মনে গড়ে উঠুক সত্যের রাজমহল। মিথ্যের কাচমহল পরিণত বয়সে চূর্ণবিচূর্ণ হলেও সত্যের রাজমহল টিকে থাকবে চিরকাল।

কিন্তু তাদের তো জানতে হবে কারা ছিলেন অতীতের সুপারস্টার, কী ছিলো তাঁদের কাজ। কারা ছিল অতীতের ভিলেন, আর কী হয়েছিল তাদের পরিণতি। শিখতে হবে কী করে একজন সুপারম্যান হয়ে ওঠা যায়। তাই শৈশবেই তাদেরকে বলে দিতে হবে পৃথিবী সৃষ্টির রহস্য ও প্রকৃত সুপারম্যানদের গল্প।

এই বই পাঠ করে তারা এমন কিছু সত্য ঘটনা জানতে পারবে এবং আমরা আশা করি, আল্লাহ চাইলে তারাও একদিন হয়ে উঠবে সত্যিকারের মহামানব।

এ গ্রন্থে রয়েছে শিশু-কিশোরদের জন্য সত্যিকার সুপারস্টারদের কাহিনী, কোরআন থেকে চয়িত সত্য গল্প আর নবী-রাসুলদের জীবনের আশ্চর্য সব ঘটনা।

আকর্ষণীয় ডিজাইনে চাররঙা ঝকঝকে আর্ট পেপারে ছাপা। ভেতরের ডিজাইন নয়ন জুড়িয়ে দেওয়ার মতো। এ বই শিশুতোষ ইসলামি বইয়ের শূন্যতা অনেকটাই পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।

এক নজরে বই-
বইয়ের নাম : কুরআনি গল্পগুচ্ছ
রচয়িতা : মাজিদা রিফা
প্রকাশনী : রাহবার
মুদ্রিত মূল্য : ২৮০ টাকা
পৃষ্ঠাসংখ্যা : ৮০
যোগাযোগ : ০১৯১৮৩৩৯৬৩৩
অনলাইনে কিনতে অর্ডার করুন...

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ