সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৬ মাঘ ১৪৩১ ।। ১১ শাবান ১৪৪৬

শিরোনাম :
দেশের স্থিতিশীলতা বিনষ্টে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ি: মির্জা ফখরুল ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে নেতানিয়াহুর পরামর্শ প্রত্যাখ্যান সৌদির পবিত্র হজে শিশুদের অংশগ্রহণ নিয়ে নিষেধাজ্ঞা সৌদির রমজানে আবহাওয়া কেমন থাকবে, যা জানাল সৌদি আবহাওয়াবিদরা অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ ইজতেমা মাঠে হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবি ফিলিস্তিন ইস্যুতে মিসরে জরুরি আরব সম্মেলন ২৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ সোমবার ফেসবুক-ইউটিউব আপনার প্রচুর সময় খেয়ে ফেলছে? বাঁচার উপায় ‘জনশৃংখলা ফিরিয়ে আনতে ডেভিলদের নিধন করা অপরিহার্য কাজ ছিলো’

জানাজা শেষে সম্মিলিত মোনাজাত 'বিদয়াত': দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের দেশে জানাজার নামাজ শেষে হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করার প্রচলন রয়েছে। এ দেশের অধিকাংশ অঞ্জলে জানাজা নামাজ শেষে মুসল্লিদের নিয়ে ইমাম হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করে থাকেন। কিন্তু ভারতের ঐতিহ্যবাহি দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ‘দারুল ইফতা’ বিভাগ থেকে এক ফতোয়ায় জানাজার নামাজ শেষে মোনাজাত করাকে বিদয়াত বলে ঘোষণা করা হয়েছে।

দারুল উলুমের ইফতা বিভাগের কাছে জনৈক ব্যক্তি তার এলাকায় এক জানাজা নামাজ শেষে মুসল্লিদের নিয়ে হাত তুলে ইমামের মোনাজাতের কথা উল্লেখ করে জানাজা শেষে হাত তুলে মোনাজাত করার ব্যাপারে কুরআন-হাদিসের ব্যাখ্যা জানতে চান।

ওই ব্যক্তির প্রশ্নের জবাবে দারুল উলুম দেওবন্দ ফতোয়া প্রদান করে, জানাজা নামাজ শেষে মোনাজাতে প্রচলন একটি বিদয়াত। জানাজা নামাজের মধ্যে তৃতীয় তাকবিরের পর মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য দুয়া করা হয়ে থাকে। এ কারণে, জানাজা নামাজ শেষে আলাদা করে মোনাজাত করার কোনো প্রয়োজন নেই।

দারুল ইফতার পক্ষ থেকে বলা হয়, কুরআন-হাদীস কিংবা সাহাবায়ে কেরাম রা., তাবে-তাবেইন, আয়েম্বায়ে কেরাম, মুহাদ্দিস, মুফাসিসর কারও জীবনী তেকে জানাজা নামাজ শেষে মোনাজাত করার বিষয়টি প্রমাণ হয় না। সুতরাং কিছু এলাকাতে মোনাজাতের যে প্রচলন রয়েছে তা সঠিক নয়, বরং বিদয়াত।

মূল ফতোয়াটি দেখতে ক্লিক করুন এখানে।

আরএম

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ