বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


‘কেমিক্যাল গোডাউন সরাতে চেয়েছিলাম, রাজি হননি মালিকরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০০৯ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ‘পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরাতে চেয়েছিলাম আমরা। সেজন্য কেরানীগঞ্জে জায়গা করে দিয়েছিলাম। প্রজেক্ট নিয়েছিলাম। কিন্তু মালিকরা রাজি হননি’ বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‍ শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইনস্টিটিউটে চুড়িহাট্টায় আগুনের ঘটনায় দগ্ধদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক গোডাউন তৈরি করে দিতে যাচ্ছিলাম। কারণ এসব কেমিক্যাল সুরক্ষার জন্য জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়। কিন্তু মালিকরা রাজি হননি তখন। এটি আমাদের দুর্ভাগ্য। ‘আমরা প্রথমে যেভাবে প্রজেক্ট শুরু করেছিলাম, সেভাবেই করে দিতে চাই।’

৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত চিকিৎসক ও সেবাকর্মী ছাড়া গণমাধ্যকর্মী ও সাধারণ মানুষদেরকে রোগীদের কাছে না যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘কারণ, এতে ইনফেকশন হতে পারে, রোগীরা মুমূর্ষু হয়ে পড়তে পারে।’ এ ঘটনায় দ্রুত ও কার্যকর সেবার জন্য উদ্ধারকর্মী ও চিকিৎসকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ