মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


চরখরিচার জামিয়া মাহমুদিয়ায় চলছে বার্ষিক মাহিফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোমেনশাহী জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচা মাদরাসার উদ্যোগে খতমে কুরআন ও খতমে বুখারী উপলক্ষে বার্ষিক ওয়াজ ও মাহফিল শুরু হয়েছে। চলবে রাত অবধি।

আজ শুক্রবার সকাল ৯ টায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার মাঠে এ মাহফিল শুরু হয়। এতে উপস্থিত হয়েছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

খতমে কুরআন, খতমে বুখারী ও আখেরি মােনাজাত পরিচালনা করবেন মাদরাসার প্রতিষ্ঠাতা গুলশান আজাদ মসজিদের খতিব, বেফাকের সহ সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি ও জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম আল্লামা আজহার আলী আনোয়ার শাহ।

জানা যায়, তিনি মাদরাসার পাশেই অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম বৈদ্যুতিক গম্বুজের মসজিদে (মদীনা মসজিদ) জুমার নামাজ পড়াবেন। এরপর সেখানে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে। মুনাজাতে রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের মাগফিরাত কামনায় দোয়া করা হবে।

জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা মাসরুর হাসান মাহফিল পরিচালনায় রয়েছেন।

দীনি এ মাহফিলে সুন্নতের আমল, ঈমান আকিদা বিষয়ে আলোচনা পেশ করবেন বক্তাগণ। মাহফিল উপলক্ষ্যে ময়মনসিংহসহ ঢাকা ও আশপাশের উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন।

খতবে কুরআন ও খতবে বুখারি উপলক্ষে আয়োজিত এ মাহফিল চলবে আজ মধ্যরাত অবধি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ