মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


‘এই তদন্ত আলোর মুখ দেখবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাধারণত যেকোন দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও তার ইতিবৃত্ত প্রকাশ পায় না। কিন্তু চকবাজারে অগ্নিকাণ্ডের ইতিবৃত্ত দ্রুত প্রকাশ করা হবে, এবং ‘এই তদন্ত আলোর মুখ দেখবে’ বলে আশ্বস্ত করেন ৫ সদস্য বিশিষ্ট কমিটি।

আজ শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা  ৪৫ মিনিটে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করতে এসে সাংবাদিকদের একথা বলেন।

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস কী, তার কারন ও কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা ভালভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান এ দতন্ত কমিটি।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও (অগ্নি অনু বিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে সরকারি সংস্থাগুলোর কার কী দায়িত্ব ছিল, কে কী অবহেলা করেছে, সে বিষয়টি খতিয়ে দেখা হবে।

তদন্ত কমিটির আরেক সদস্য (লালবাগ বিভাগের) উপপুলিশ কমিশনার ইব্রাহিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে অবহেলাজনিত কারণে মৃত্যেুর একটি মামলা করেছে।

তদন্তে যাদের অবহেলা পাওয়া যাবে তাদের নাম দিয়ে চার্জশিট তৈরি করা হবে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস, কারণ ও সার্বিক বিষয় সরেজমিনে তদন্তপূর্বক ৭ দিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করতে হবে।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ