মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ড: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তার দাবি, যে ভবনে আগুন লেগেছে সেখানে রাসায়নিক দাহ্য পদার্থের (কেমিক্যাল) কোনও অস্তিত্ব নেই এবং কোনও গোডাউনও ছিল না।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে সেটা একটি রেস্টুরেন্ট। সিলিন্ডার ব্লাস্ট-এর ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে কেমিক্যালের কোনও অস্তিত্ব নেই, কোনও গোডাউনও ছিল না।’

কেমিক্যালের ব্যবসা বন্ধ করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসা বংশ পরম্পরার। এটা বন্ধ করা যাবে না। এর সঙ্গে অনেক কিছু জড়িত। আমি পুরান ঢাকার মানুষ। আমি জানি।’

শিল্পমন্ত্রী বলেন, ‘নিমতলীর ঘটনা আর চকবাজারের ঘটনা একদম ভিন্ন। এটা কেমিক্যাল সম্পর্কিত কিছুই না। সিলিন্ডার থেকে এটা হয়েছে। আজকের ঘটনা ভিন্ন। এটা কেমিক্যাল সম্পর্কিত কিছুই না। আমি সরেজমিনে দেখে এসেছি। দিস ইজ ডিফারেন্ট স্টোরি।’

‘নিমতলীর ঘটনার প্রায় ১০ বছর পরও কেমিক্যাল গোডাউন না সরাতে পারার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আপনারা কি ভীনগ্রহ থেকে এসেছেন নাকি? আমরা কি ঢাকা শহর গুড়িয়ে দেবো?’

ব্যবসায়ীরা গোডাউন সরাতে চায় না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা শিল্পনগরী গড়ে তুলছি। আমাদের বাস্তবতা বুঝতে হবে।’ এসময় শিল্পমন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্পসচিব মো. আব্দুল হালিম।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ