মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫

শিরোনাম :

চকবাজারে লাশ পুড়ে অঙ্গার, শনাক্ত করা যাচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদ এলাকায় ঘটা অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫টি লাশ আনা হয়েছে।

সবগুলোই পুড়ে একেবারে অঙ্গার, বিকৃত হয়ে গেছে। যার বেশির ভাগই শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, আগুনে নিহত যাদের লাশ ঢাকা মেডিকেলে এসেছে, তার বেশির ভাগই শনাক্ত করার মতো অবস্থায় নেই৷

যেসব মরদেহ পুরোপুরি পুড়ে গেছে, শনাক্ত করা সম্ভব নয়, সেসব মরদেহে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। সময় বাড়ার সাথে সাথে আগুন পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। চকবাজার এলাকার গ্যাস লাইন থেকেও ওই সময় আগুন বের হচ্ছিল।

রাজ্জাক ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্যের কারখানা ছিল। সেই কারণেই এতো দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে।

আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সা‌র্ভি‌সের ৩৭টি ইউ‌নিট ছু‌টে‌ আসে ঘটনাস্থলে।

কিন্তু পুরান ঢাকার সরু গলি আর রাস্তার কারণে তারা কার্যকর কিছুই করতে পারেনি। এরপর রাত তিনটার পর এই আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৭৮ জন নিহত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ