মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫

শিরোনাম :

চকবাজারে যেভাবে আগুনের সূত্রপাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারের চুরিহাট্টা মসজিদের পাশের এক বিল্ডিংয়ে আগুনে ৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত।

জানা যায়, ওয়াহেদ ম্যানশন নামের পাঁচতলা ভবনে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির নিচতলা ও দোতলায় ক্যামিকেল ও প্লাস্টিকের গোডাউনের সরঞ্জাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ভবনেও।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে লাগা ওই আগুন দীর্ঘ পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন সকাল নয়টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াহেদ ম্যানশনের সামনে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে প্রাইভেটকারের ওপর পড়ে। এসময় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভবনে আগুন লাগে। আর ভবনটিতে কেমিকেলের গোডাউন থাকায় দ্রুত আশপাশে ছড়িয়ে যায়।

জানা যায়, ওয়াহেদ ম্যানশন নামের ওই বাড়ির মালিকের নাম হাজী আব্দুল ওয়াহেদ। ভবনের নিচতলা ও দোতলায় পাউডার ও কেমিকেলের গোডাউন আর প্লাস্টিকের সরঞ্জামের গুদাম রয়েছে। এরপর পাঁচতলা পর্যন্ত ফ্ল্যাট।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।

এদিকে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাত পায়ে কাটা জখম নিয়ে আরও প্রায় ৩০ জন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ