মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


আগুনে বড় কাটারা মাদরাসার শিক্ষক নিহত, পুড়েছে বক্তা রাফির বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারের বুধবার রাতে লাগা ভয়াবহ অগ্নিকান্ডে বড় কাটারা মাদরাসার শিক্ষক মাওলানা ওমর ফারুক নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এছাড়াও এ আগুনে পুড়ে গেছে বিশিষ্ট ওয়ায়েজ, আলেম মাওলানা রাফি বিন মুনিরের চার তলা বাসা। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে রাফি বিন মুনির নিজেই জানান তথ্যটি।

বুধবার রাত ১০ টায় সুরিটোলার রাস্তায় ট্রান্সমিটার ধসে আগুনের সূত্রপাত। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ক্যামিকেলের গোডাউন থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় আশপাশে।

শেষ খবর অনুযায়ী ৭৬ জন নিহত হয়েছেন এ অগ্নিকাণ্ডে। চকবাজারে নিহতদের পরিবারের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে আছে।

সকালে লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি জানান, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বড়কাটারা মাদরাসার শিক্ষক মাওলানা ওমর ফারুক নিহত হন। এছাড়াও লালবাগ মাদরাসার সাবেক ছাত্র ইসলামী যুব খেলাফতের কর্মী মাওলানা কাউসারও নিহত হন।

এ আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার। প্রায় শতাধিক মানুষ চিকিৎসাধীন আছেন হাসপাতালে।

মাওলানা রাফি বিন মুনির জানান, আমার চার তলা ভবনের পুরোটাই আগুনে ভস্মিভূত হয়ে গেছে। যেখানে কয়েক লক্ষ টাকার কিতাব ছিল, সবই ধ্বংস হয়েছে।

তবে মাওলানা রাফির বাসা ও লক্ষাধিক টাকার কিতাবাদি পুড়লেও তিনি ও তার পরিবারের কারও কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ