শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ভারত-সৌদির সম্পর্ক ডিএনএতে: সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলওয়ামা ঘটনার পর আঞ্চলিক শান্তি রক্ষার জন্য দু’দিনের সফরে গিয়ে পাকিস্তানের পিঠ চাপড়েছিলেন সৌদি যুবরাজ। তার পরেই এক দিনের জন্য দিল্লিতে পা দিয়ে বললেন, ‘ভারত আর সৌদি আরবের মধ্যে সম্পর্কটা ডিএনএ-তে’।

মঙ্গলবার দিল্লির বিমানবন্দরে নামার পর সন্ধ্যায় সব প্রোটোকল ভেঙে সৌদি যুবরাজকে জড়িয়ে ধরে স্বাগত জানান ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এরপর টুইটে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করল’।

আজ বুধবার সকালে সৌদি যুবরাজকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় রাষ্ট্রপতি ভবনে। অতপর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক হয় সৌদি যুবরাজের।

যুবরাজের সঙ্গে সৌদি মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য ও বড় একটি বাণিজ্যিক প্রতিনিধিদল গিয়েছে।

২০১৭-’১৮ অর্থবর্ষে ভারত ও সৌদির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২ হাজার ৭৪৮ কোটি মার্কিন ডলার। দ্বিপাক্ষিক বাণিজ্যের নিরিখে ভারতের চতুর্থ ঘনিষ্ঠতম দেশ সৌদি আরব।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ