মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


মালয়েশিয়ার দরিদ্রদের জন্য চালু হতে যাচ্ছে চালের এটিএম বুথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার একটি মসজিদ দেশের দরিদ্রদের জন্য একটি চালের এটিএম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মালয়েশিয়ায় এটিই প্রথম এটিএম বুথ যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চাল প্রদান করতে সক্ষম হবে। চালের এই এটিএম বুথটি চলিত মাসের শেষে উদ্বোধন হবে।

মালয়েশিয়ার ইসলামি ফেডারেল ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে চালের এটিএম বুথটি কুয়ালালামপুরের আল-আকরাম মসজিদে চালু করা হবে।

মসজিদের মুখপাত্র বলেছেন, এই এটিএম বুথটি দরিদ্রদের সাহায্যের জন্য দাতাদের দানসমূহ সঞ্চয় করতে সক্ষম। এধরণের এটিএম বুথ এর আগে ইন্দোনেশিয়ায় চালু হয়েছে। এটি সেদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে মালয়েশিয়ায় এধরণের বুথ এই প্রথম বারের মতো চালু করা হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ