মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫

শিরোনাম :

প্রমাণ ছাড়াই পাকিস্তানকে হামলার অভিযোগ করছে ভারত: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলওয়ামায় হামলার দায় জাইশে মুহাম্মাদ স্বীকার করার পর পাকিস্তানে বিরুদ্ধে এ হামলার অভিযোগ করেছে ভারত।

মঙ্গলবার সকালে পাকিস্তানকে এক বার্তা দেয় ভারতীয় সেনা। এরপরই সংবাদমাধ্যমে ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিনই লেফটেন্যান্ট জেনারেল কনওয়ালজিত সিং ধিলোন বলেন, জাইশে ই মুহম্মদ পাকিস্তানের৷  এই পুলওয়ামাকাণ্ডে পাকিস্তানি সেনাদের ১০০ শতাংশ হাত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এরপরই ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান; তিনি বলেন, এটা নতুন পাকিস্তান। এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। তিনি আরও বলেন, পাকিস্তানে বিরুদ্ধে ভারতের কাছে অভিযোগের কোনও প্রমাণ নেই।

ইমরান খান বলেন, পাকিস্তানের এই ধরনের হামলা করে কী লাভ? পাকিস্তান শান্তির পথে হাঁটছে  এবং হাঁটবে।

তিনি আরও বলেন, এ হামলার সাথে পাকিস্তানের কোন প্রকার যোগসূত্র নেই। এরপরও  ভারত যদি হামলা করে, আমরা তার প্রত্যুত্তর দিতে প্রস্তুত। যুদ্ধ শুরু তো করাই যায়, কিন্তু তার শেষ কোথায় হয় কেউ জানে না।

ভারতীয় সেনাবাহিনীর ওয়ার্নিং দেওয়ার পরই সংবাদমাধ্যমে সরাসরি বক্তব্যে এসব কথা বলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ