মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫

শিরোনাম :

‘একাত্তরের ঘটনায় জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়কে স্বাগত জানাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাত্তর সালে জামায়াতে ইসলামীর ভূমিকার ক্ষমতা চাওয়ার বিষয়কে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

মঙ্গলবার ( ১৯ ফেব্রুয়ারি) ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সদ্য পদত্যাগকারী সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দলকে একাত্তরের ভূমিকায় ক্ষমা চাওয়ার যে পরামর্শ দিয়েছেন আমরা সেটিকে স্বাগত জানাই।

অবশ্যই এর বেশি তিনি এ ইস্যুতে কথা বলতে রাজি হননি। শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি অনুষ্ঠিত হবে। এখানে ২০ দলের শরিক জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ বিষয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ঐক্যফ্রন্টের সব প্রার্থীদের আমন্ত্রণ জানানো হবে। এর মধ্যে আপনাদের প্রশ্ন থাকলে আমার কিছু বলার নেই। আর এ বিষয়ে কামাল হোসেনও কিছু বলবেন না।

ইসলামী আন্দোলনের প্রার্থীদের আমন্ত্রণ জানানো হবে কিনা জানতে চাইলে রব বলেন, এই বিষয়ে আমরা চিন্তা করছি।

২৪ ফেব্রুয়ারি গণশুনানির তারিখ বাতিল করে আজ ২২ ফেব্রুয়ারি গণশুনানি তারিখ নির্ধারণ করা হয়। সকাল ১০ টা বিকাল ৪ টা পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের মিলনায়তনে এই গণশুনানি হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, ঐক্যফ্রন্টের নেতা ড. আবদুল মইন খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, হাবিবুর রহমান তালুকদার, মোস্তফা মহসিন মন্টু, শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ