মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫

শিরোনাম :

আসছে যৌথ গল্পগ্রন্থ ‘তারুণ্যের গল্পমালা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহদী হাসানাত খান: মাসিক পত্রিকা ইসলামী বার্তা'র নির্বাহী সম্পাদক এমদাদুল হক তাসনিম এবং সাহিত্য সাময়িকী প্রতিভা সম্পাদক উবায়দুল হক খান-এর যৌথ সম্পাদনায় শিগগির প্রকাশ হচ্ছে ‘তারুণ্যের গল্পমালা’। প্রকাশ করছে ‘প্রহর প্রকাশন’। বইটির প্রচ্ছদ তৈরি করেছেন ওয়ালিউল ইসলাম।

তারুণ্যের গল্পমালা যৌথ গল্পগ্রন্থ। দুই মলাটে স্থান পেয়েছে বর্তমান সময়ের অর্ধশত জনপ্রিয় তরুণ গল্পকারের বাছাইকৃত গল্প। যে কারণে প্রতিটা গল্পেই পাওয়া যাবে ভিন্ন ভিন্ন স্বাদ, জীবনগড়া বা সুশীল জীবনগাঁথার পাথেয়। কখনো পাঠকের কপোল বেয়ে ঝরবে তপ্ত অশ্রু। কখনোবা অধরোষ্ঠে ফুটবে মুচকি হাসি।

বইটি উৎসর্গ করা হয়েছে বিশিষ্ট লেখক ও গবেষক মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম, মুহাম্মদ আতীক উল্লাহ ও রশীদ জামীল।

যাদের গল্প দিয়ে গল্পমালা সাজানো হয়েছে, আবু আইয়ুব আনসারী, আবু তালহা মিহরাব, আবদুর রহমান, আমাতুন নূর, আমাতুল্লাহ পুষ্প, আমীর মুহাম্মদ, আসআদ ইবনে শাহীন, আসমা মাহমুদ ঝিনুক, আহমদ নূরুল্লাহ, আহসান জামিল, আয়েশা সিদ্দিকা, উবায়দুল হক খান, উম্মে কাওকাবা তুয়া, উম্মে ফাতেমা তাননুভা, উম্মে হাবিবা আল মুস্তারি, এমদাদুল হক তাসনিম, ওমর ফারুক, গাজী শরফুদ্দীন বুরহানী, তামীম হুসাইন শাওন, দিলখোলাশা জাহিদ খান, নাঈমুল হাসান তানযীম, নূরুল আলম মাহমুদ, নাসিম মুমতাজী, বুরহানুদ্দিন জারিফ, মঈনুল ইসলাম, মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর, মিনহাজ উদ্দীন আত্তার, মাফিকুল ইসলাম ফুআদ, মোস্তফা কামাল গাজী, মাহদী হাসানাত খান, মাহবুবুর রহমান নোমানি, মুহিববুল্লাহ খন্দকার, মুহিব্বুল্লাহ মামুন, মুহাম্মাদ আবিদুর রহমান, মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ মুর্শেদ আলম, যাবীন তাসমিন সানা হক, লোকমান আল মাহমুদ, শেখ জুনাইদ হাবিব, শিব্বির আহমদ আরজু, শামীম শাহাবুদ্দীন, শাহনূর শাহীন, সাইহান শাহরুমী, সাদিক বিন তালিব, সানজিদা তালুকদার, সারাতুল আমিন জ্যোৎস্না, সুলতান আফজাল আইয়ূবী, সুলতানা ফাতেমা, হুসাইন আহমাদ ও হুসাইন কামাল।

গল্পগ্রন্থটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছেন সম্পাদকদ্বয়।

বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। একুশে বইমেলায় বইঘর প্রকাশনীর ৫৪৯ নং স্টলে পাওয়া যাবে গল্পসংকলনটি।

এছাড়াও রকমারি ও সিজদা.কমসহ অনলাইন বুকশপগুলোর মাধ্যমে ঘরে বসে পাওয়া যাবে বইটি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ