বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


২০ ফেব্রুয়ারি থেকে ৩ দিনব্যাপী চরমোনাইর বার্ষিক মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম>

বরিশালের চরমোনাই ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক বার্ষিক মাহফিল। আগামী ২০ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হয়ে তিনদিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।

জানা যায়, ২০ তারিখ বুধবার বাদ যোহর চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ ৩ দিনব্যাপী বার্ষিক এ মাহফিলের।

No photo description available.

চরমোনাই'র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্ত ও মুরিদদের জিকিরে মুখরিত হবে চরমোনাই ময়দান। স্থানীয় মুসল্লিদের বরাতে জানা যায়, চরমোনাই ময়দানের চারটি মাঠই প্রস্তুত করা হয়েছে আগত মাহফিল উপলক্ষ্যে। প্রত্যেকটি মাঠই কানায় কানায় ভরে যায় মাহফিল শুরুর আগের দিনই।

Image may contain: one or more people and outdoor

এ মাহফিলের আখেরি মুনাজাত হবে ২২ তারিখ রোজ শুক্রবার।মানুষের ঢল এখন থেকেই শুরু হয়ে গেছে বলেও জানায় এলাকাবাসী।

তিনদিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব রেজাউল করীম ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন।

এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

এবারের বই মেলায় প্রকাশিত রোকন রাইয়ানের সাড়া জাগানো বই ভ্যারাইটিজ  স্টোর কিনতে এখনই ক্লিক করুন

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ